রাজধানীতে কলেজছাত্রীর মৃত্যু

  06-12-2017 03:57AM

পিএনএস ডেস্ক:রাজধানীর যাত্রাবাড়ীতে মোরশিদা আক্তার মঞ্জু নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। ধারণা করা হয়েছে কোন কারণেও তিনি আত্মহত্যা করেছেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ খবর নিশ্চিত করেছেন। ২২ বছরের মোরশিদা ইডেন কলেজের শিক্ষার্থী ছিল।

মোরশিদা আক্তার মঞ্জুর ভাই আশরাফুল এমাম জানান, যাত্রাবাড়ী থানার মাতুয়াইল কবরস্থান রোডের সাত নং মিয়া বাড়িতে তাদের বাসা। মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে মোরশিদা বাসার বাথরুমে অচেতন অবস্থায় পড়েছিল। পরে ঘরের অন্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক রাত ৮টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। এ সময় তার গলায় ফাঁস দেওয়ার মতো কালো দাগ থাকায় তিনি ময়নাতদন্তের নির্দেশ দেন।

মৃতের ভাই এক প্রশ্নের উত্তরে বলেন, সে ফাঁস দিয়েছে কিনা আমি জানতে পারিনি। অফিস থেকে ঘটনার পর এসেছি।

মোরশিদা আক্তার মঞ্জু নোয়াখালীর বেগমগঞ্জের মুজাহিদপুর গ্রামের সামসুল হকের মেয়ে। সে ইডেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্রী। গত ১৩ নভেম্বর তার বিয়ে হয়। স্বামীর নাম আব্দুল করিম।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন