জেরুজালেমকে ইসরাইলের রাজধানী কেউ মেনে নেবে না : প্রধানমন্ত্রী

  07-12-2017 07:47PM

পিএনএস ডেস্ক : জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের স্বীকৃতি দেয়ায় শান্তির বদলে সেখানে অশান্তি সৃষ্টি করবে বলে মনে করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এমন সিদ্ধান্ত মুসলিম বিশ্বের কেউ মেনে নেবে না। তিনি বলেন, জেরুজালেম নিয়ে জাতিসংঘের রেজুলেশন আছে। সেই রেজুলেশন অগ্রাহ্য করা কেউ মেনে নেবে না। ফিলিস্তিনের অধিকার আছে নিজস্ব রাষ্ট্র করার। অবশ্যই তাদের সেই অধিকারের স্বীকৃতি দিতে হবে।

বিকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রশ্নোত্তর পর্বে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দেয়ার বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, এ ধরণের উদ্যোগের মানে হলো অশান্তি সৃষ্টি করা।

যুক্তরাষ্ট্রই শান্তি প্রক্রিয়া শুরু করেছিল। এজন্য নারা নোবেল পুরস্কারও পেয়েছিল। এখন তারা যে স্বীকৃতি দিয়েছে তা এ অঞ্চলকে অশান্তির দিকে ঠেলে দেবে বলে আমরা মনে করি।

সাম্প্রতিক কম্বোডিয়া সফর উপলক্ষে প্রধানমন্ত্রী এ সংবাদ সম্মেলন করেন।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন