জাহাজের পরিবেশ দূষণ রোধে পদক্ষেপ গ্রহণ করেছে সরকার : নৌমন্ত্রী

  25-02-2018 03:01PM


পিএনএস ডেস্ক: নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, দেশে পরিবেশ বান্ধব জাহাজ নির্মাণের পাশাপাশি পরিবেশ দূষণ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে সরকার।

আজ রাজধানীতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের সম্মেলনকক্ষে আয়োজিত ‘শীপ ইমিশন কন্ট্রোল আন্ডার মার্পোল’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নৌপরিবহন মন্ত্রী সামুদ্রিক পরিবেশ দূষণরোধে আন্তর্জাতিক নৌপরিবহন সংস্থার নিয়ম মেনে কার্যক্রম গ্রহণের দিক-নির্দেশনা দেন।

তিনি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশের জলসীমায় অভ্যন্তরীণ এবং বিদেশগামী জাহাজ থেকে নিঃসরিত কার্বনডাই অক্সাইড নিয়ন্ত্রণে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে সরকার।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আবদুস সামাদ, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হক, নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমোডর সৈয়দ আরিফুল ইসলামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন