বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় ১৩ সদস্যের বোর্ড

  17-03-2018 03:36PM

পিএনএস ডেস্ক:নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলা বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য ১৩ সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্তলাল সেনকে এ বোর্ডের প্রধান করে ১৩ চিকিৎসককে নিয়ে মেডিকেল বোর্ডটি গঠন করা হয়। আজ শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল কালাম আজাদ এ কমিটি ঘোষণা করেন।

সভা শেষে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, আহতদের মধ্যে শারীরিকভাবে কেউ আশঙ্কাজনক অবস্থায় নেই এখন, তবে মানসিকভাবে বিপর্যস্ত। তাই মেডিকেল বোর্ডে মানসিক চিকিৎসকও রাখা হয়েছে। তারা আজ থেকেই চিকিৎসা শুরু করেছেন। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসিরউদ্দিন ও বার্ন ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন।

বোর্ডের অন্য সদস্যরা হলেন- ঢামেকের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কালাম, বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন খন্দকার, বাংলাদেশ ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথের পরিচালক অধ্যাপক ডা. মো. ফারুক আলম, ঢামেকের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের অধ্যাপক ডা. রায়হানা আউয়াল, রেসপিরেটোরি মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মহিউদ্দিন আহমেদ, সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এজেডএম মোস্তাক হোসেন তুহিন, অর্থোপেডিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. শামসুজ্জামান, অ্যানেসথেসিওলজি বিভাগের অধ্যাপক ডা. মোজাফফর হোসেন, মানসিক ও স্বাস্থ্য বিভাগের অধ্যাপক ডা. আবদুল্লাহ আল মামুন, অ্যানেসথেসিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর কবির, বাংলাদেশ ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহকারী অধ্যাপক জহির উদ্দিন ও সাইকিয়াট্রিক জামাল হোসেন।

উল্লেখ্য, গত সোমবার নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান অবতরণের সময় বিধ্বস্ত হয়। তখন সেটিতে আগুনও ধরে যায়। বিমানের ৭১ আরোহীর মধ্যে ৫১ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে বিমানের পাইলট, কো-পাইলট ও দুজন ক্রুসহ বাংলাদেশের ২৬ জন, নেপালের ২৪ ও চীনের ১ জন রয়েছেন। আহতদের মধ্যে বাংলাদেশি ১০ জন, নেপালের ৯ ও মালদ্বীপের ১ জন।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন