আজ অবশিষ্ট তিন বাংলাদেশির লাশ ফিরছে

  22-03-2018 09:22AM


পিএনএস ডেস্ক: কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় নিহত বাকি তিন বাংলাদেশির মরদেহ শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার তাদের মরদেহ দেশে আনা হচ্ছে। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বৃহস্পতিবার দুপুর ৩টায় তাদের মরদেহ দেশে পৌঁছাবে।

ইউএস বাংলার গণসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম বুধবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

এর আগে বুধবার নেপালে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, নেপালে বিমান দুর্ঘটনায় নিহত আলিফুজ্জামান, নজরুল ইসলাম ও পিয়াস রায়ের মরদেহ শনাক্ত করা হয়েছে। এখন মরদেহ নেপাল থেকে বাংলাদেশে ফেরত পাঠাতে বাধা নেই। ইউএস বাংলা মরদেহগুলো দেশে নেয়ার বিষয়ে কাজ করছে।

এর আগে নিহত ২৩ জনের মরদেহ সোমবার দেশে আনার পর আর্মি স্টেডিয়ামে জানাজা শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এছাড়া দুর্ঘটনায় ১০ জন আহত হন। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি আছেন শাহরিন আহমেদ, শাহীন ব্যাপারী, কবির হোসেন, সৈয়দ রাশেদ রুবাইয়াত, সৈয়দা কামরুন নাহার স্বর্ণা, আলীমুন নাহার অ্যানি ও মেহেদী হাসান মাসুম। বাকি তিনজনকে নেপাল থেকেই বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

গেল ১২ মার্চ ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হলে ২৬ বাংলাদেশিসহ ৪৯ জন মারা যান।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন