বাসের চাকায় পা হারানো রোজিনার অবস্থার অবনতি

  22-04-2018 05:39PM

পিএনএস ডেস্ক : বনানীতে বাসের চাপায় পা হারানো রোজিনা আক্তারের অবস্থার অবনতি হয়েছে বলে জানিয়েছেন জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) চিকিৎসকরা।

রোজিনার চিকিৎসায় পঙ্গু হাসপাতালে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। মেডিকেল বোর্ডের নেতৃত্ব দিচ্ছেন হাসপাতালটির পরিচালক গণি মোল্লা।

গণমাধ্যমকে গণি মোল্লা বলেন, রোজিনার অবস্থা সঙ্কটাপন্ন। আজ আমরা দ্বিতীয় অপারেশন শেষ করেছি।

এ অবস্থায় আর বেশি কিছু বলা সম্ভব নয় বলে জানান তিনি।

ময়মনসিংহের মেয়ে রোজিনা গত ১০ বছর ধরে ঢাকায় সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজার বাসায় কাজ করে আসছিলেন। শুক্রবার রাতে বনানীতে রাস্তা পার হওয়ার সময় বিআরটিসির একটি বাসের চাপায় তার পা বিচ্ছিন্ন হয়ে যায়।

আহত হওয়ার পর রোজিনা গণমাধ্যমকে জানিয়েছিলেন, রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ির ধাক্কায় তিনি পড়ে যাওয়ার পর বিআরটিসির একটি দ্বিতল বাস তার উপর দিয়ে চলে যায়।

আহত হওয়ার পর তাকে হাসপাতালে নিয়ে যেতে বহু মানুষকে অনুরোধ করলেও তারা তা করেনি। সেখানে পুলিশ সার্জেন্টও ছিল। তিনিও দ্রুত ব্যবস্থা নেননি বলে অভিযোগ রোজিনার।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন