তৃতীয়বারের মতো ইউএনএইচআরসি’র সদস্য বাংলাদেশ

  13-10-2018 01:18AM

পিএনএস ডেস্ক: ১৭৮ ভোট পেয়ে জাতিসংঘের মানবাধিকার সংস্থার (ইউএনএইচআরসি) ২০১৯-২১ মেয়াদের জন্য নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। এই নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময় বাংলাদেশ তিনবার (২০০৯-১২, ২০১৫-১৭ এবং ২০১৯-২১) বিজয়ী হলো।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার (১২ অক্টোবর) জাতিসংঘ সাধারণ পরিষদে সদস্য রাষ্ট্রসমূহের সরাসরি ও গোপন ভোটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ১৭৮ ভোট পেয়ে মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়।

জানা গেছে, জেনেভা ভিত্তিক এ সংস্থার এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে সদস্যপদে বাংলাদেশ ছাড়াও নির্বাচন করেছে বাহরাইন, ফিজি, ভারত ও ফিলিপাইন।

সর্বশেষ ২০১৫-১৭ মেয়াদে বাংলাদেশ তৃতীয় সর্বোচ্চ ১৪৯ ভোট পেয়ে সদস্যপদে নির্বাচিত হয়েছিল। সবচেয়ে বেশি ভোট পেয়েছিল ভারত এবং দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছিল ইন্দোনেশিয়া এবং ভোটে বাদ পড়েছিল থাইল্যান্ড।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন