বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত ইইউ

  18-01-2019 12:19AM

পিএনএস ডেস্ক : বাংলাদেশের নতুন সরকারকে সব ধরনের সহযোগিতা দেয়ার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন ইইউ রাষ্ট্রদূত রেনেসা তিরিঙ্ক।

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের নতুন সরকারকে সহযোগিতা দিতে প্রস্তুত।’ এসময় রাষ্ট্রদূত রেনেসা তিরিঙ্ক ড. এ কে আব্দুল মোমেনকে অভিনন্দন জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে উভয়পক্ষ থেকেই বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সহযোগিতার ক্ষেত্রগুলো সম্পর্কে আলোচনা হয়।

এছাড়াও বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি সন্তোষ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী।

তিরিঙ্ক জানান, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করতে আগ্রহী।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন