প্রবাসীদের লাশ বিনা খরচে দেশে যাবে : অর্থমন্ত্রী

  17-02-2019 12:52PM

পিএনএস ডেস্ক : প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে যাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

তিনি বলেন, বর্তমান সরকার প্রবাসবান্ধব। প্রবাসীদের যৌক্তিক দাবি পূরণে সরকার বদ্ধপরিকর। প্রবাসীদের মরদেহ এখন থেকে দেশে বিনা খরচে যাবে।

সম্প্রতি অর্থমন্ত্রীর ইতা‌লি আগম‌ন উপলক্ষে আওয়ামী লী‌গের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠা‌নে তি‌নি এ কথা ব‌লেন।

আ হ ম মোস্তফা কামাল বলেন, আজ থেকে বিমানবন্দরে প্রবাসী হয়রানি বন্ধ করা হবে। টাকা পাঠাতে কমিশন বন্ধ করে চার্জবিহীন দেশে অর্থ প্রেরণ করার সুবিধা দেয়া হবে।

তিনি আরও বলেন, সবাইকে দেশ প্রেমিক হতে হবে। বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। এবার তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশের জন্য অর্থনৈতিক মুক্তি আনতে হবে।

সবার প্রচেষ্টায় আগামী ২১ বছরে বাংলাদেশ বিশ্বের অন্যতম একটি উন্নত দেশ হবে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী।

এ সময় প্রবাসী‌দের ও‌য়েজ আর্নার্জ কল্যাণ বো‌র্ডের সদস্য হওয়ার অনু‌রোধ জানান তিনি।

সংবর্ধনা অনুষ্ঠানে রোম বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার ছাড়াও আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবালের সঞ্চালনায় বক্তব্য দেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার, সর্ব ইউরোপ আওয়ামী লীগের সহ-সভাপতি কে এম লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জিএম কিবরিয়া, ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি আবু সাইদ খান, আব্দুর রব ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক আবতাব বেপারী, শোয়েব দেওয়ান, আবু তাহের।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন