রাজধানীর পরিবাগে ১৫ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণ

  20-06-2019 05:10PM

পিএনএস ডেস্ক : রাজধানীর পরিবাগে বহুতল একটি ভবনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করে আগুন নিভিয়েছে। আজ দুপুরে ১০ নম্বর পরীবাগের ১৫ তলা ওই ভবনটির ১১ তলায় আগুন লাগে। জরুরি সেবা ‘৯৯৯’ এর মাধ্যমে ফোন পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে যায়।

ফায়ার সার্ভিস সদর দপ্তর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল সিকদার বলেন, বাইরে থেকে ধোয়া দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা চলছে বলে জানান তিনি।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, যে ফ্ল্যাটে আগুন লেগেছে, খোন থেকে একজনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সম্ভবত তিনি ধোঁয়ার কারণে অসুস্থ হয়েছেন।

ওই ভবনের পাশের স্থানীয় বাসিন্দা সৈয়দ তানভীর শিমুল বলেন, দুপুরে ১০ নম্বর পরীবাগের ভবনটি থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে বারান্দায় গিয়ে পাশের ভবনে ধোঁয়া দেখতে পাই। এরপর দমকলকর্মীরা এসে একজনকে স্ট্রেচারে করে বাইরে নিয়ে যায়।।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন