‘অভিযান নিয়ে যেন আতঙ্ক না ছড়ায়’

  23-09-2019 06:18PM

পিএনএস ডেস্ক : সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে যে অভিযান শুরু হয়েছে আশা করি এটা শেষ পর্যন্ত চলবে। এধরনের অভিযান আগেও হয়েছিল কিন্তু দেখা গেছে যে মাঝ পথে এসে থেমে যায়। এবার প্রধানমন্ত্রী নিজেই শক্ত অবস্থানে আছেন। তার দল ও অঙ্গ-সংগঠনগুলোর শুদ্ধিকরণের কথা বলছেন। তার নির্দেশেই এসব অভিযান চলছে। প্রধানমন্ত্রীর এ ধরনের পদক্ষেপকে স্বাগত জানাই। আমরা বিশ্বাস করতে চাই, তিনি যা শুরু করেছেন এটার শেষ পর্যন্ত তিনি যাবেন।

যারাই এসবের সঙ্গে জড়িত থাকুক না কেন। এখন বড় প্রশ্ন হচ্ছে যে, এত ছোট শহর ঢাকা? এখানে এতগুলো ক্যাসিনো চলতো আর আইনশৃংখলা বাহিনী বলছে তারা এ বিষয়ে কিছু জানতো না। এই দায়-দায়িত্ব কে নেবে? আইনশৃংখলা রক্ষা বাহিনীর যে দায়িত্ব তারা যদি সেটা সঠিকভাবে পালন না করে। যাদের জানার ক্ষমতা আছে তারা যদি বলে ক্যাসিনো সর্ম্পকে আমরা কিছু জানতাম না। তাহলে তো সাধারণ মানুষ এসব কথা গ্রহণ করবে না।

এক প্রধানমন্ত্রী এককভাবে দেশের সব কিছু করবেন। আর বাকিরা বলবেন, প্রধানমন্ত্রী বলেছেন দেখেই করছি। এগুলো তো ঠিক নয়। যার যা কাজ সেটা তো করতে হবে। এ অভিযান নিয়ে যেন নতুন করে আতংক না ছড়ায় সেদিকে নজর রাখতে হবে। কারণ, এমনিতেই জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ ও ক্রসফায়ারসহ বিভিন্ন বিষয় নিয়ে আতঙ্কের মধ্যে আছে সাধারণ মানুষ।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন