মগবাজারের পিয়াসী বার ঘিরে রেখেছে পুলিশ

  23-09-2019 08:05PM

পিএনএস ডেস্ক : ক্যাসিনো চালানোর অভিযোগে রাজধানীর মগবাজারের পিয়াসী বার ঘিরে রেখেছে পুলিশ।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে ডিবি পশ্চিমের এডিসি হাবীব উন নবী আনিসুর রশীদের নেতৃত্বে একটা টিম এ অভিযান শুরু করে।

এর আগে বিকাল ৫টার দিকে পুলিশের তেজগাঁও জোনের ডিসি আনিসুর রহমানের নেতৃত্বে ফুয়াং ক্লাবে অভিযান শুরু করা হয়। অভিযানে ডিএমপির ম্যাজিস্ট্রেটও উপস্থিত ছিলেন।

এর আগে রোববার মতিঝিলের ক্লাব পাড়ায় অভিযান চালায় পুলিশ। নিষিদ্ধ জুয়া-ক্যাসিনো বন্ধে মোহামেডান স্পোর্টিংসহ মতিঝিলের চারটি ক্লাবে একসঙ্গে অভিযান চালিয়েছে পুলিশ। ক্লাবগুলোতে বিপুল পরিমাণ আধুনিক ক্যাসিনো সামগ্রী, স্লট মেশিন ও নগদ টাকা পাওয়া গেছে। বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতল, সিসা খাওয়ার সামগ্রী এবং ওয়্যারলেস সেট উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া টাকা গোনার মেশিন ও জুয়া খেলার সরঞ্জামও জব্দ করা হয়। পরে এদিন রাতে গুলশানের নাভানা টাওয়ারে স্পাতে অভিযান চালায় পুলিশ।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন