অস্ত্র ও ইয়াবাসহ হাসু-কাসু বাহিনীর প্রধান গ্রেপ্তার

  13-12-2019 08:25PM

পিএনএস ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুরের আতঙ্ক হাসু-কাসু বাহিনীর প্রধান আবুল হাসেম ওরফে হাসুকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, দুটি গুলি এবং এক হাজার ১২২ পিস ইয়াবা জব্দ করা হয়।

র‌্যাব-৪-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘রাজধানীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী হাসু-কাসু বাহিনীর প্রধান হাসু। মিরপুর, আগারগাঁও ও শেরেবাংলা নগরসহ আশেপাশের এলাকার মূর্তিমান আতঙ্ক ছিলেন তিনি। অসংখ্য চাঁদাবাজি, ভূমি দখল, অপহরণ ও খুনের অভিযোগ ছাড়াও হাসুর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টির বেশি মামলা রয়েছে।’

র‌্যাবের এই কর্মকর্তা আরও বলেন, ‘হাসু ব্যবসায়ী, শিল্পপতি, ঠিকাদার, এমনকি চাকরিজীবীদের কাছ থেকেও নিয়মিতভাবে নির্দিষ্ট হারে চাঁদা আদায় করে আসছিলেন। এলাকায় মাদক ব্যবসার সিন্ডিকেট গড়ে তুলেছিলেন হাসু। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন