রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের দায়ে গ্রেফতার ৪৭

  15-01-2020 11:42AM

পিএনএস ডেস্ক:রাজধানীর বিভিন্ন থানা এলাকায় রাতভর বিশেষ অভিযান চালিয়ে ৪৭ মাদকসেবী ও মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে বুধবার (১৫ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ওবায়দুর রহমান ব্রেকিংনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৪৭ জন মাদককারবারি ও মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত এসব মাদক কারবারিদের কাছ থেকে ৪ হাজার ৫৪৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৮৫ গ্রাম ৫৭৬ পুরিয়া হেরোইন, ১৮ কেজি ৪৭০ গ্রাম গাঁজা, ১৬ বোতল ফেন্সিডিল ও ৮২টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন