ইজতেমার ২য় পর্বে ভারত থেকে আসছেন যেসব আলেম ও মুরব্বি

  15-01-2020 02:35PM

পিএনএস ডেস্ক: পিএনএস ডেস্ক: টঙ্গীর তুরাগ তীরে পূর্ব নির্ধারিত ৫৫তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের আয়োজনে ১৭ জানুয়ারি শুক্রবার বাদ ফজর আম বয়ানের মাধ্যমে শুরু হবে।

ভারতের নিজামুদ্দিন মারকাজের পরিচালয়না ৫৫তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে নিজামুদ্দিন থেকে তাবলিগের প্রবীণ আলেম ও শীর্ষ মুরব্বিদের অনেকেই অংশগ্রহণ করবেন।

বাংলাদেশে আসার পর ভারতসহ বিদেশি সব মেহমানদের হজরত শাহজালাল রহ. আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাকরাইল মসজিদে নিয়ে যাওয়ার কথা রয়েছে। ইজতেমা শুরু হওয়ার আগ পর্যন্ত তারা কাকরাইল মারকাজ মসজিদে অবস্থান করবেন।

নিজামুদ্দিন মারকাজের মুরব্বি মাওলানা সাদ কান্ধলভি যাদের পরামর্শে ও সহযোগিতায় টঙ্গীর তুরাগ তীরে দ্বিতীয় পর্বে ইজতেমা আয়োজন করছেন। তাদের মধ্যে বিশ্ব ইজতেমায় অংশগ্রহণকারী আলেম ও মুরব্বিরা হলেন-

>> মাওলানা আবদুস সাত্তার।
>> মাওলানা জামশেদ।
>> মাওলানা শামীম আজমি।
>> মাওলানা চেরাগ উদ্দীন।
>> মুফতি শাহজাদ কাসেমি।
>> মাওলানা রিয়াসাত আলি বিজনুরি।
>> মুফতি আসাদুল্লাহ সুলতানপুরি।
>> মাওলানা সালমান বিজনূরি।
>> মাওলানা সাদ কাসেমি, মুম্বাই।
>> মাওলানা আলি ক্বাদের নদভি, ভুপাল।
>> মাওলানা শাফি মাজহারি, বেঙ্গল।
>> মাওলানা আবদুল্লাহ ঝানঝানি।
>> মাওলানা বিলাল, কর্নাটক।
>> মাওলানা হাশেম গুজরাটি।
>> মাওলানা আবদুর রহমান কাসেমি।
এসব আলেমদের সঙ্গে তাদের সফরসঙ্গীরাসহ আরও অনেকে টঙ্গীর ৫৫তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করবেন।

এ ছাড়াও ভারতের নিজামুদ্দিন মারকাজের তাবলিগের প্রবীণ সাথী ও ওলামাদের সঙ্গে যারা আসছেন তারা হলেন-
>> ভাই ইক্ববাল হাফীজ, ভূপাল।
>> ভাই মুরসালীন, দিল্লি।
>> ভাই ত্বারীক নাদীম, মুরাদাবাদ।
>> ভাই নূর মুহাম্মদ, মুম্বাই।
>> ক্বারী সাইফুল্লাহ সাহেব, দিল্লি।
>> ভাই হেদায়াতুল্লাহ, কর্ণাটক।
>> ভাই ইলিয়াস, ভূপাল।
>> মাওলানা আহমাদ।
>> ভাই আফযাল, পাঞ্জাব।
>> ভাই ফারূক, পাঞ্জাব।
>> ভাই যাওয়াদ, মীরাঠ।
>> ভাই ইরফান, রাজস্থান।
>> ভাই নাসীম, মুজাফফর নগর।
>> ভাই মুসা কালিম, বেঙ্গল এবং
>> ভাই সাদিক, বেঙ্গল।

উল্লেখ্য যে, বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের (১৭ জানুয়ারি) সঠিক আঞ্জামের জন্য একমাস আগে থেকে ভারতের নিজামুদ্দিনসহ অন্যান্য অঞ্চল থেকে তাবলিগের ৬৪টি জামাত বাংলাদেশের প্রতিটি জেলায় মেহনত করে আসছেন বলে জানা যায়।

পিএনএস/এএ

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন