টাকা পাচারকারীদের ক্ষমতার উৎস জানতে চান ড. কামাল

  20-02-2020 05:13PM

পিএনএস ডেস্ক : দেশের বাইরে টাকা পাচারকারীদের ক্ষমতার উৎস জানতে চেয়েছেন গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন।

তিনি বলেছেন, ‘সরকার কীভাবে এর কৈফিয়ত দেবে। কেন পাচার হচ্ছে এত এত টাকা? অর্থপাচারকারীদের ক্ষমতার উৎস কী?’

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নজরুল হামিদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

কামাল হোসেন বলেন, ‘অস্ত্র দিয়ে, বিভেদ সৃষ্টি করে, সাম্প্রদায়িকতার আশ্রয় নিয়ে আমাদের বঞ্চিত করে দেশের পুঁজি বা অর্থপাচার করবে। কার বাবার সম্পত্তি তোমরা পাচার করছ? তাদের ধরে না কেন? বলা হয় না কেন- কোথায় থেকে তোমরা এ ক্ষমতাটা পেলে?’

কামাল হোসেন বলেন, ‘এটা হলো রাষ্ট্রীয় পর্যায়ে ডাকাতি। আমরা গ্রাম পর্যায়ে ঐক্যবদ্ধ হয়ে ডাকাতকে যেভাবে ধরি, আজকের রাষ্ট্রের ডাকাতদের সেভাবে ধরতে হবে। এরা নিজেদের চিহ্নিত করে রেখেছে।’

তিনি বলেন, ‘গত ৪৮ বছর আমরা জনগণকে প্রতিশ্রুতি দিয়ে আসছি, এগুলো বাস্তবায়ন করতে হবে। দেশের মানুষকে মালিকের ভূমিকা পালন করতে হবে। এখানে কারো দয়ামায়ার কিছু নাই। এটা আমাদের প্রাপ্য অধিকার। তাই ক্ষমতার মালিককে যেভাবে ক্ষমতা প্রয়োগ করতে হয় সেভাবে করতে হবে।’

তিনি বলেন, ‘দুর্নীতিবাজরা কখনও দাবি করতে পারে না তারা উত্তরাধিকার সূত্রে মালিক হয়ে গেছে। মালিক এ দেশের সবাই। দেশে গণতন্ত্র চলতে না দিলে সাময়িকভাবে তারা ক্ষমতাকে হাতে নিয়ে এর অপব্যবহার করে এবং দেশের অর্থ পাচার করে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশে কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।’

কামাল হোসেন বলেন, ‘জনগণের ঐক্যের শক্তিতে ভর করে আমরা স্বাধীনতা রক্ষা করেছিলাম। স্বাধীনতার আগে ও পরে বিভেদ সৃষ্টি করার কম চেষ্টা হয়নি। সাম্প্রদায়িকতার আশ্রয় নিয়ে, ধর্মের দোহাই দিয়ে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা হয়েছিল। কিন্তু তারা সফল হয়নি। তাই আমাদের নিরাশ হওয়ার কোনো কারণ নাই।’

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হলো এই রাষ্ট্রকে আমরা আরো শক্তিমান করব। জনগণের ঐক্যকে আরো সুসংগঠিত করব। জনগণ তাদের যে অধিকার স্বাধীনতার মধ্য দিয়ে আদায় করেছে সেটা বাস্তবে রূপান্তরিত করব। এজন্য পাড়ায়, মহল্লায় গ্রামে-গঞ্জে এবং জাতীয় পর্যায়ে ঐক্য গড়ে তুলতে হবে।’

গণফোরাম সভাপতি বলেন, ‘স্বৈরশাসকগণ কখনও ঐক্যের সামনে তারা দাঁড়াতে পারে না। তারা অবাধ নিরপেক্ষ নির্বাচনের সাহস করতে পারে না। আর এটাই হলো আমাদের শক্তির উৎস। তারা মনে করে, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে কায়দা করে সত্যিকার অর্থে মানুষের রায় তাদের পক্ষে নিতে পারবে। কিন্তু তারা পারেনি।’

আলোচনা সভায় গণ‌ফোরা‌মের অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।

পিএনএস-জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন