রফতানিতে কারিগরি বাধা দুর করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে: ড. গওহর রিজভী

  20-02-2020 07:30PM

পিএনএস ডেস্ক : প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. গওহর রিজভী বলেছেন, রফতানি বাণিজ্য সম্প্রসারণে কারিগরি বাধা দূরীকরণে সরকারের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

তেজগাঁওস্থ বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) এর প্রধান কার্যালয়ে বিএসটিআই কর্মকর্তাদের সাথে বৃহস্পতিবার এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

গওহর রিজভী বলেন, প্রচেষ্টার অংশ হিসাবে ইতিমধ্যে পাশের দেশ ভারতের বাজারে বিএসটিআই’র পরীক্ষণ সনদ দ্বারা ২১টি পণ্য বিনা বাধায় রফতানির সুযোগ সৃষ্টি করা হয়েছে। আরও ১২টি পণ্যের বাধাহীন রফতানির বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে। পর্যায়ক্রমে বিএসটিআই থেকে পরীক্ষিত সব পণ্যের ক্ষেত্রে রফতানির সুযোগ সৃষ্টি করার বিষয়ে সরকার কাজ করছে।

মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন, বিএসটিআই মহাপরিচালক মো মুয়াজ্জেম হোসাইন। এ সময় বিএসটিআই’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বিএসটিআই মহাপরিচালক প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম বিশেষ করে বিগত এক বছরে পণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআই থেকে গৃহীত নানামুখী পদক্ষেপ এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিষয় তুলে ধরেন।

এ প্রেক্ষিতে সরকারের যাবতীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিএসটিআই মহাপরিচালককে আশ্বস্ত করেন।

মতবিনিময় শেষে তিনি বিএসটিআই’র বিভিন্ন ল্যাবরেটরি পরিদর্শন করেন।
বাসস

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন