জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ আজ

  25-03-2020 06:45AM

পিএনএস ডেস্ক: করোনাভাইরাস সংক্রমণে উদ্ভূত পরিস্থিতিতে জাতির উদ্দেশ্যে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বাংলাদেশ টেলিভিশন, বেতারসহ দেশের সবগুলো টেলিভিশন চ্যানেল এ ভাষণ সরাসরি সম্প্রচার করবে।

প্রধানমন্ত্রী তার ভাষণে দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দুর্যোগ পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখা, বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনী নামানো, সাধারণ ছুটি ঘোষণা, নিম্ন আয়ের মানুষকে নানাভাবে সহায়তা, একাত্তরে বাংলাদেশে সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের ব্যাপারে বর্তমান সরকার প্রস্তুতি, খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন গুরুত্বপূূর্ণ বিষয় তুলে ধরবেন।

প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গত সোমবার গণমাধ্যমকে জানান, ভাষণে প্রধানমন্ত্রী বিশ্ব জুড়ে আতঙ্ক ছড়ানো করোনা ভাইরাস নিয়ে জাতিকে দিকনির্দেশনা দেবেন। তবে ভাষণের সময়সূচি এখনও নিশ্চিত করা হয়নি।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন