‘মালদ্বীপে বাংলাদেশীদের ধৈর্য ধরার অনুরোধ’

  26-05-2020 02:29PM


পিএনএস ডেস্ক: বর্তমান করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় মালদ্বীপে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশিকে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করেছে মালদ্বীপ বাংলাদেশ হাইকমিশন। আগামী ৫ জুনের মধ্যে কয়েকটি ফ্লাইটে বেশ কিছু অবৈধ প্রবাসী বাংলাদেশি দেশে ফিরে যাবেন বলেও জানানো হয়।

আজ মঙ্গলবার দুপুরে মালদ্বীপ বাংলাদেশ হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মালদ্বীপ সরকার কর্তৃক আনডকুমেন্টেড/অবৈধ প্রবাসী কর্মীদের দেশে প্রেরণের কর্মসূচীর অধীন ইতোমধ্যে প্রায় ১২০০ প্রবাসী বাংলাদেশি দেশে ফেরত গিয়েছেন। আগামী ৫ জুন পর্যন্ত আরো ৩/৪টি ফ্লাইটে বেশ কিছু আনডকুমেন্টেড/অবৈধ প্রবাসী বাংলাদেশি দেশে ফিরে যাবেন।

নিয়মিত ফ্লাইট চালু হলে বৈধ/অবৈধ যে কেউ স্বেচ্ছায় দেশে যেতে পারবেন বলেও জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়। এছাড়া বিমান চলাচল সংক্রান্ত কোন তথ্য পাওয়া গেলে ফেসবুক পেজের মাধ্যমে জানানো হবে বলেও বলা হয়।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন