দেশে ঘণ্টায় মৃত্যু ১ জনের, আক্রান্ত ৪৮

  26-05-2020 06:24PM

পিএনএস ডেস্ক: করোনায় দেশে প্রতি ঘণ্টায় একজন করে মারা যাচ্ছেন আর আক্রান্ত হচ্ছেন ৪৮ জন করে।

এ পর্যন্ত দেশে মোট আক্রান্ত হয়েছে ৩৬ হাজার ৭৫১ জন এবং মারা গেছেন ৫২২ জন।

তবে গত ২৪ ঘণ্টায় দেশে এক হাজার ১৬৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ২১ জন। তাতে পাওয়া গেছে এই হিসাব।

মঙ্গলবার (২৬ মে) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৪৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন সাত হাজার ৫৭৯ জন।

২৪ ঘণ্টার সুস্থতা বিশ্লেষণে দেখা যায়- প্রতি ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০ জন করে। ২৪ ঘণ্টায় মৃত ২১ জনের মধ্যে ১৪ জন পুরুষ, সাতজন নারী। ১৫ জন ঢাকা বিভাগের, চট্টগ্রাম বিভাগের চার জন ও বরিশাল বিভাগের দুইজন।

বয়সের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, ১০ বছরের নিচে একজন, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে পাঁচজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সাতজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে তিনজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন মারা গেছেন।

বয়স বিশ্লেষণে দেখা গেছে-৫১ থেকে ৬০ বছর বয়সীদের মৃত্যুর হার বেশি। তারপরে ৪১ থেকে ৫০ বছর বয়সীদের।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন