তৃতীয় দফা করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ মঞ্জুর শাহরিয়ারের

  31-05-2020 03:48PM



পিএনএস ডেস্ক: তৃতীয় দফা করোনা পরীক্ষার ফলাফল ‘পজিটিভ’ এসেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের। তিনি এখন আইসোলেশনে। শারীরিক অবস্থার অবনতি হলে হোম কোয়ারেন্টিন থেকে একটি বেসরকারি হাসপাতালে আইসোলেশনে নেওয়া হয় শাহরিয়ারকে।

আজ মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, অবস্থা খারাপ মনে হচ্ছিল। শ্বাসকষ্টের সমস্যা এবং শরীরে অনেক জায়গায় ব্যথা হচ্ছিল। বৃহস্পতিবার (২৮ মে) রাতে এই হাসপাতালে এসে ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার কিছু সময় পর তারা আমাকে আইসোলেশনে নেয়।

এর আগে দ্বিতীয় দফার পরীক্ষায় পজিটিভের পাশাপাশি ফুসফুসে ২০ শতাংশ সংক্রমণ ধরা পড়ে তার।

সর্বপ্রথম গত ১৩ মে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার। এর এক সপ্তাহ পর তার পরিবারের বাকি সদস্যদের করোনা পরীক্ষা করা হলে তারাও পজিটিভ আসেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন