করোনায় মৃত পুলিশ সদস্যের পরিবার পেল ডিএমপির অনুদান

  21-11-2020 07:17PM

পিএনএস ডেস্ক : করোনায় মারা যাওয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত কনস্টেবল মো. মঞ্জুর রহমানের পরিবারকে নগদ দুই লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছেন ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম বিপিএম (বার)।

শনিবার (২১ নভেম্বর) ডিএমপির মিডিয়া উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি সূত্র জানিয়েছে, ডিএমপি কমিশনারের পক্ষে শহীদ মঞ্জুর রহমানের পরিবারকে ২ লাখ টাকা অনুদান তুলে দেন ফরিদপুর জেলার পুলিশ সুপার মো. আলিমুজ্জামান (বিপিএম)।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, মো. মঞ্জুর রহমান ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগে কর্মরত ছিলেন। তার বাড়ি ফরিদপুর জেলায়। এর আগে করোনায় মৃত ঢাকা মেট্রোপলিটন পুলিশের অন্যান্য সদস্যদের পরিবারকেও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

চলমান মহামারি করোনায় সম্মুখযোদ্ধা হিসেবে দেশ ও জাতির সেবায় বাংলাদেশ পুলিশের অনেক সদস্য নিজের জীবন উৎসর্গ করেছেন। এর মধ্যে বেশির ভাগই ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্য।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন