মুম্বাই হামলা কখনওই ভুলব না: দোরাইস্বামী

  26-11-2020 12:48PM


পিএনএস ডেস্ক: ভারতের মুম্বাইয়ের তাজ হোটেলে হামলায় নিহতদের স্মরণ করলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

বৃহস্পতিবার টুইটারে তিনি মুম্বাই হামলার বার্ষিকী স্মরণ করেন।

টুইটারে তিনি লেখেন, “২৬/১১ কখনওই ভুলব না। কখনওই ক্ষমা করা হবে না। আমরা সব সময় স্মরণ করব।”

তিনি মুম্বাই হামলা নিয়ে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিভাগের একটি টুইট রিটুইট করেছেন।

যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতর টুইটারে জানিয়েছে, মুম্বাই হামলার ১২তম বার্ষিকীতে ৬ আমেরিকান নাগরিকসহ ক্ষতিগ্রস্তদের বিচারে যুক্তরাষ্ট্র প্রতিজ্ঞাবদ্ধ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ভারত একযোগে কাজ করবে।

উল্লেখ্য, ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ের তাজ হোটেলে সন্ত্রাসী হামলায় ১৬৪ জন নাগরিক নিহত হন।

প্রতি বছর ২৬ নভেম্বর হোটেল তাজ ও মুম্বাইয়ের অন্য জায়গাগুলোতে হামলায় নিহতদের শ্রদ্ধা জানাতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন