মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-সংঘর্ষ

  21-01-2021 02:25PM

পিএনএস ডেস্ক : রাজধানীর মিরপুরে সড়ক ও ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদে গেলে হামলার শিকার হয় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)-এর কর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ হয়।

বৃহস্পতিবার সকাল ১০টায মিরপুর ১১-এর ৩ নম্বর অ্যাভিনিউয়ের ৪ নম্বর সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদে নামে ডিএনসিসি। সেখানে নিউ সোসাইটি মার্কেট ও মোহাম্মদীয়া মার্কেটের অবৈধ দোকান ভাঙতে যান উচ্ছেদ কর্মীরা। তাদের সঙ্গে ছিল বিপুলসংখ্যক পুলিশ।

সিটি করপোরেশন অঞ্চল ২-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম শফিউল আজম অভিযানে নেতৃত্ব দেন।

একপর্যায়ে স্থাপনার দখলদাররা প্রতিরোধ গড়ে তোলে। ফুটপাতের ওপর থাকা একটি টিনশেড দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলে তারা সংঘবদ্ধ হয়ে অভিযান টিমের ওপর হামলা চালায়। ঢিল ছুড়তে থাকলে পুলিশসহ উচ্ছেদ অভিযানে থাকা লোকবল পিছু হটে।

পরে আবার উচ্ছেদ অভিযান শুরু করতে চাইলে সংঘর্ষ বেধে যায়। এভাবে দফায় দফায় সংঘর্ষ চলতে থাকে।

এ অবস্থায় বেলা সোয়া ১১টার দিকে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন। স্থানীয় সংসদ সদস্য আসলামুল হকও এ সময় ঘটনাস্থলে আসেন।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন