পরীক্ষা ছাড়া ফল প্রকাশে সংসদে আনা বিল পাসের সুপারিশ

  21-01-2021 02:55PM

পিএনএস ডেস্ক : দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে পরীক্ষা ছাড়া ফল প্রকাশ এবং পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার পথে বিদ্যমান আইনি বাধা দূর করতে প্রয়োজনীয় বিধানের সংযোজন করে সংসদে আনা তিনটি বিল উত্থাপিত আকারে পাসের সুপারিশ করা হয়েছে।

জাতীয় সংসদে বৃহস্পতিবার তিনটি বিলের ওপর উপস্থাপিত শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্টে এ সুপারিশ করা হয়।

কমিটির সদস্য ফজলে হোসেন বাদশা রিপোর্টগুলো উপস্থাপন করেন।

এ বিল তিনটি হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন (সংশোধন) বিল, ২০২১, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (সংশোধন) বিল, ২০২১ এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (সংশোধন) বিল, ২০২১।

এ দিন সংসদের বৈঠক ২৪ জানুয়ারি সকাল সাড়ে ১০টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়। ডেপুটি স্পিকার মো.ফজলে রাব্বী মিয়া এ ঘোষণা দেন।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন