রাজধানীতে দিনের তাপমাত্রা কিছুটা বাড়বে

  26-01-2021 11:50AM

পিএনএস ডেস্ক: মাঘের শীতের তেমন কোনো প্রভাব নেই রাজধানী ঢাকায়। এরমধ্যেই আবহাওয়া অফিস বলছে, তাপমাত্রা কিছুটা বাড়বে। মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকার পাশাপাশি উত্তর /উত্তর-পশ্চিম দিক থেকে ৮-১২ কিলোমিটার ঘণ্টা বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এতে আরো বলা হয়, সকাল ৬টায় তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস ও ৯৩ শতাংশ আর্দ্রতা ছিল। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.০ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস।

আজকের সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪১ মিনিটে। বুধবার (২৭ জানুয়ারি) সূর্যোদয় হবে ভোর ৬টা ৪১ মিনিটে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন