দেশে করোনায় আরও ৩৩ মৃত্যু, আক্রান্ত ১২৩০

  11-05-2021 04:09PM

পিএনএস ডেস্ক : করোনাভাইরাসে গত চব্বিশ ঘণ্টায় দেশে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। গত একদিনে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৩০ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জাননো হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশে মোট ৭ লাখ ৭৬ হাজার ২৫৭ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।

এই সময়ে ৩৩ জনের মৃত্যুতে মোট মৃ্ত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৫ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের কথা জানায় সরকার। দুই মাস পর মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত শনাক্তের হার ২০ শতাংশের ওপরে ছিল।

এ বছর মার্চে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রথম ঢেউয়ের চেয়ে এবার সংক্রমণ বেশি তীব্র। মধ্যে কয়েক মাস ধরে শনাক্তের চেয়ে সুস্থ বেশি হওয়ায় দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে আসছিল। কিন্তু মার্চ থেকে চিকিৎসাধীন রোগীর সংখ্যাও আবার বাড়তে শুরু করেছে।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন