দেশে তিন প্রতিষ্ঠানের টিকা ট্রায়ালের অনুমিত

  16-06-2021 04:12PM

পিএনএস ডেস্ক : শর্ত সাপেক্ষে তিন টিকা ট্র্যায়ালের জন্য অনুমতি দিয়েছে বিএমআরসি।

এই তিনটির মধ্যে একটি দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের বঙ্গভ্যস্ক। অন্য দুটি হচ্ছে ভারত বায়োটেক ও চীনের টিকা।

তবে মানবদেহে ট্যায়ালের আগে বানরের শরীরের ট্র্যায়াল দিতে হবে। তারপর সেই কাগজপত্র বিএমআরসিতে জমা দিতে হবে। এসব কাজগ পত্র বিশ্লেষণ করে বিএমআরসি যথার্থ মনে করলে তারপর মানবদেহে ট্র্যায়ালের অনুমতি দেবে।

বিএমআরসির পরিচালক অধ্যাপক ডা. রুহুল আমীন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানতে চাইলে গ্লোব বায়োটেকের ডা. মহিউদ্দিন বলেন, আমরা শুনেছি শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়া হয়েছে। কোনো কাগজ পাইনি এখনো।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন