খুলনায় ৭ দিনের সর্বাত্মক লকডাউন

  19-06-2021 03:23PM

পিএনএস ডেস্ক:খুলনায় করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সাত দিনের জন্য সর্বাত্মক লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার (২২ জুন) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

শনিবার (১৯ জুন) দুপুরে খুলনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।

সভা শেষে জানানো হয়, খুলনায় করোনা সংক্রমণ রোধে ২২ জুন থেকে আগামী এক সপ্তাহ সর্বাত্মক লকডাউন ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। এ সময়ে জরুরি সেবা ছাড়া সব দোকান এবং জনসমাবেশের স্থান বন্ধ থাকবে। চলবে না গণপরিবহন। মাস্ক পরা বাধ্যতামূলক করতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হবে। এ ছাড়া, স্বাস্থ্যবিধি পালনে ও প্রয়োজন ছাড়া বাইরে আসা নিরুৎসাহিত করতে প্রচার-প্রচারণা চলবে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন