রাজধানীতে পুলিশের মাস্ক বিতরণ

  24-06-2021 09:56PM

পিএনএস ডেস্ক : করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রামপুরা থানা পুলিশ।


রামপুরা থানার ওসি আব্দুল কুদ্দুস হকের নেতৃত্বে বুধবার থেকে মাস্ক বিতরণ কর্মসূচি শুরু হয়। এদিন রাজধানীর মালিবাগ কাঁচা বাজার, তালতলা সুপার মার্কেট, বউবাজার এবং বনশ্রী সহ বিভিন্ন এলাকায় মাস্ক বিতরণ করা হয়।

বৃহস্পতিবারও থানার বিভিন্ন স্থানে দিনব্যাপী মাস্ক বিতরণ কর্মসূচি চলে।

এ বিষয়ে রামপুরা থানার ওসি আব্দুল কুদ্দুস ফকির বলেন, করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই। রাজধানীজুড়ে সব থানা এলাকায় সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করতে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম নির্দেশ দিয়েছেন। এ নির্দেশনা অনুযায়ী পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার ডিসি আব্দুল আহাদের তত্ত্বাবধানে বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। এটা অব্যাহত থাকবে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন