কোরবানির বর্জ্য পরিচ্ছন্নতা কর্মীদের হাতে দিতে বললেন মেয়র তাপস

  21-07-2021 05:30PM

পিএনএস ডেস্ক : ঢাকাসহ সারাদেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস কোরবানির বর্জ্য পরিচ্ছন্নতা কর্মীদের হাতে দিতে বলেছেন।

বুধবার বায়তুল মোকাররমে ঈদুল আজহার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

তিনি বলেন, ঢাকাবাসীর কাছে নিবেদন করবো আপনারা অত্যন্ত সুষ্ঠুভাবে পবিত্র ঈদুল আজহা উদযাপন করুন। আপনারা কোরবানির বর্জ্য আমাদের নির্ধারিত স্থান ও সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের হাতে দিন যাতে করে আমরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে শহর থেকে সকল বর্জ্য অপসারণ করতে পারি।

তিনি আরো বলেন, একটি পরিষ্কার-পরিচ্ছন্ন শহর যেন ঢাকাবাসীকে উপহার দিতে পারি এজন্য আমাদের বিশাল জনবল আজ থেকে মাঠে কাজ করবে।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন