মালিবাগ ক্রসিংয়ে ট্রেন বিকল, ব্যাপক যানজট

  29-03-2024 12:25AM

পিএনএস ডেস্ক: রাজধানীর মালিবাগ লেভেল ক্রসিংয়ে একটি ট্রেন বিকল হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ফলে সড়কে আটকা পড়ে বিভিন্ন যানবাহন। এতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
বৃহস্পতিবার (২৮ মার্চ) রাত পৌনে ৮টার দিকে কমলাপুর থেকে ছেড়ে আসা তিতাস কমিউটার ট্রেনটি বিকল হয়ে পড়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন কমলাপুর রেলওয়ে থানার ওসি ফেরদৌস আহমেদ বিশ্বাস। তিনি বলেন, তিতাস কমিউটার ট্রেনের ভ্যাকুয়াম বিকল হয়ে গিয়েছিল। এ কারণে সেটি থেমে যায়।

রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ সফিকুর রহমান গণমাধ্যমকে বলেন, রাত পৌনে ৮টার দিকে মালিবাগে তিতাসের ইঞ্জিন ফেইল করেছিল। পরে ইঞ্জিন পরিবর্তন করে ট্রেনটি গন্তব্যে পাঠানো হয়েছে।

ডিএমপির মতিঝিল ট্রাফিক বিভাগের উপ কমিশনার মোহাম্মদ মইনুল হাসান বলেন, তিতাস কমিউটার ট্রেনটি মালিবাগ রেলক্রসিংয়ে বিকল হয়ে পড়লে রাস্তা আটকে যায়। তখন মদীনা হোটেল দিয়ে যানবাহনগুলোকে বিকল্প পথ করে দিই। কিছু যানবাহন রেলগেটে আটকে ছিল। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন