শনিবার ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কাত্রা

  18-04-2024 12:31AM

পিএনএস ডেস্ক : ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কাত্রা আগামী শনিবার (১৯ এপ্রিল) বাংলাদেশ সফরে আসবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লি সফরের প্রস্তুতির অংশ হিসেবে হিসেবে তিনি এ সফরে আসছেন বলে জানা গেছে।

সফরকালে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন বিনয় মোহন কাত্রা।

কূটনৈতিক সূত্রে জানা যায়, জুনের প্রথম সপ্তাহে ভারতের নির্বাচন শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করবেন। প্রধানমন্ত্রীর এই সফর আগামী জুন অথবা জুলাইয়ের প্রথম সপ্তাহে হবে।

কূটনৈতিক সূত্রে আরও জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় সফরের আগে ব্যাপক প্রস্তুতির প্রয়োজন হবে। সফরে দ্বিপাক্ষিক সম্পর্কের সমস্ত দিক, সম্ভাব্য এমওইউ এবং চুক্তি নিয়ে আলোচনা করবেন বিনয় মোহন কাত্রা।

দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভারতের মধ্যে শক্তিশালী অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর দুদেশের অর্থনৈতিক ও কৌশলগত-সম্পর্কের সব দিককে এগিয়ে নিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন