ইটভাটার ধোঁয়ায় দূষিত হচ্ছে ঢাকা : গণপূর্তমন্ত্রী

  19-04-2024 01:00AM

পিএনএস ডেস্ক : ঢাকার চারপাশে গড়ে ওঠা ইটভাটা থেকে নির্গত ধোয়ার কারণে ঢাকা শহরের বায়ু দূষিত হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) মানিকগঞ্জে পরিবেশবান্ধব ইট উৎপাদন কারখানার উদ্বোধন শেষে এ আহ্বান জানান মন্ত্রী।

তিনি বলেন, ইটভাটায় মাটি পুড়িয়ে ইট তৈরির কারণে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। পোড়া ইট পরিবেশের জন্য হুমকিস্বরূপ।

রাজধানী ঢাকার চারপাশে অসংখ্য ইটভাটা গড়ে উঠেছে জানিয়ে মন্ত্রী বলেন, এসব ভটা নির্গত ধোয়ার কারণে ঢাকা শহর সবচেয়ে বেশি দূষিত হচ্ছে।

এ অবস্থার উত্তরণে পোড়া মাটির ইটের পরিবর্তে সরকার পরিবেশ বান্ধব ব্লক ব্যবহারে জোর দিচ্ছে জানিয়ে গণপূর্তমন্ত্রী বলেন, পরিবেশের সুরক্ষায় নির্মাণকাজে পরিবেশ বান্ধব ব্লক ব্যবহার করতে হবে।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন