ডনাল্ড লু'র ঢাকা সফরের কারণ জানালো স্টেট ডিপার্টমেন্ট

  10-05-2024 03:34PM




পিএনএস ডেস্ক: চলতি মাসের মাঝামাঝি সময়ে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডনাল্ড লু। সম্প্রতি বাংলাদেশের গণমাধ্যমে খবরটি গুরুত্বসহকারে প্রকাশিত হয়েছে। তবে, এর আগে বেশ কয়েকবার ঢাকা সফর করে যাওয়া লু ঠিক কি কারণে ফের বাংলাদেশে আসছেন তা নিয়ে জল্পনা ছিল।

অবশেষে বিষয়টি খোলাসা করেছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। শুক্রবার এক বিবৃতিতে জানানো হয়েছেঃ ডনাল্ড লু ১০-১৫ মে ভারত, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ সফর করবেন। তার সফর প্রতিটি দেশের সাথে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করবে এবং মুক্ত-উন্মুক্ত ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য মার্কিন সমর্থনের কথা প্রদর্শন করবে।

ভারত ও শ্রীলঙ্কার পর দক্ষিণ এশিয়ায় ছয় দিনের লম্বা সফরের শেষ সময়টা তিনি বাংলাদেশে কাটাবেন উল্লেখ করে স্টেট ডিপার্টমেন্ট এর বিবৃতিতে বলা হয়ঃ এসিস্ট্যান্ট সেক্রেটারি লু ঢাকা হয়ে তার সফর শেষ করবেন। সেখানে তিনি সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজের নেতৃবৃন্দ সহ অন্যান্য বাংলাদেশিদের সাথে জলবায়ু সংকট মোকাবেলা এবং অর্থনৈতিক সম্পর্ক গভীরকরণ সহ মার্কিন-বাংলাদেশ সহযোগিতা নিয়ে আলোচনা করবেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন