ঢামেকে বিএনপি নেতাকর্মীদের পথরোধ করলো পুলিশ

  01-12-2016 02:29PM


পিএনএস: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করতে বিশেষ আদালতে খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেকে) এলাকায় বিএনপিপন্থি নেতাকর্মীদের পথরোধ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে বিএনপির বেশ কিছু নেতাকর্মী বকশিবাজার অস্থায়ী আদালতের উদ্দেশে ঢামেকের ইমার্জেন্সি ওয়ার্ডের পাশ দিয়ে যাচ্ছিলেন।

এ সময় সার্বিক পরিস্থিতি বিবেচনায় দায়িত্বরত পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে নেতাকর্মীরা অগ্রসর হতে না পেরে হাসপাতালেই অবস্থান নেন।

এ ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ এলাকায় সর্বস্তরের মানুষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে আশপাশের অনেক দোকানপাটও বন্ধ হয়ে গেছে। সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক গণমাধ্যমকে বলেন, ‘নিরাপত্তার স্বার্থে আমরা তাদের পথরোধ করেছি। আশা করি, বিষয়টি তারা বুঝতে পেরেছে।’

তিনি আরও বলেন, ‘যেন কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির না হয়। কেননা, এটি হাসপাতাল। এখানকার পরিবেশ সুন্দর রাখা সবার নৈতিক দায়িত্ব।’

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে গুলশানের বাসা থেকে রওনা হয়ে তিনি দুপুর ১টার দিকে ঢাকার বকশিবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালতে পৌঁছান বেগম জিয়া।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন