বিএনপির সঙ্গে সংলাপের প্রয়োজন নেই: ওবায়দুল কাদের

  20-01-2017 08:24AM

পিএনএস, নারায়ণগঞ্জ: বিএনপির সঙ্গে নির্বাচন কমিশন নিয়ে সংলাপ করার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, রাষ্ট্রপতি সব দলের সঙ্গে সংলাপ করেছেন। তিনি নির্বাচন কমিশন গঠন করবেন। সংবিধান অনুযায়ী যা হওয়ার তাই হবে।
সার্চ কমিটির মাধ্যমে ইসি গঠনের বিষয়টি হলো রাষ্ট্রপতির এখতিয়ার। এখানে প্রধানমন্ত্রীরও কোনো ভূমিকা নেই। এ ব্যাপারে কারো সাথে সংলাপ করার প্রয়োজন।
বৃহস্পতিবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর সেতুর পশ্চিমপাশে কাঁচপুর, মেঘনা ও গোমতি দ্বিতীয় সেতু নির্মাণ এবং বিদ্যমান সেতু পুনর্বাসন প্রকল্পের পাইলিংক কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সাত খুন মামলার রায় প্রসঙ্গে তিনি বলেন, এ রায় হলো সাম্প্রতিককালে সর্বোচ্চ শাস্তির দিক থেকে বিরল ঘটনা।
সেতুমন্ত্রী বলেন, এ রায় হলো সংশ্লিষ্ট সকলের জন্য এবং অপরাধীদের জন্য আদালতের কঠোর সতর্কবার্তা।
সেতু তিনটিতে বিশ্বের সবচেয়ে লেটেস্ট টেকনোলজি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, সেতু তিনটি নির্মাণে ব্যয় হচ্ছে সাড়ে ৮ হাজার কোটি টাকা। এতে জাইকা দিবে সাড়ে ৬ হাজার কোটি টাকা। এবং বাংলাদেশ সরকার দেবে ২ হাজার কোটি টাকা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, প্রকল্প পরিচালক সাইদুল হক, নারায়ণগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী আলীউল হোসেন ও উপ-বিভাগীয় প্রকৌশলী জাকির আলম প্রমুখ।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন