আজ কোকোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

  24-01-2017 12:08AM

পিএনএস ডেস্ক: বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (মঙ্গলবার)।

২০১৫ সালের আজকের এইদিনে (২৪ জানুয়ারি) মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করবে বিএনপি। বিকেল ৪টায় (বাদ আসর) বনানী কবরস্থানে মরহুমের কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করবেন দলের চেয়ারপারসন।

এর আগে দুপুর দেড়টায় বনানী কবরস্থানে কোরানখানি, দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়া নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় মিলাদ ও দোয়া মাহফিল, বাদ মাগরিব চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

এ দিকে, মরহুমের সতীর্থ, শুভাকাঙ্ক্ষী সাবেক খেলোয়াড় ও ক্রীড়াবিদরা বনানী কবরস্থানে দুঃস্থ-অসহায়দের মাঝে খাবার বিতরণ করবেন।

বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান (কোকো) ১৯৭০ সালের ১২ আগস্ট জন্মগ্রহণ করেন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন