‘গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে’

  27-02-2017 02:29PM


পিএনএস: ইসলামী ঐক্য আন্দোলনের নেতৃবৃন্দ বলেছেন, গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। অন্যথায় জনগণ মাঠে নামতে বাধ্য হবে। নিম্ন আয়ের মানুষদের উপর শোষণ চালিয়ে মসনদে টিকে থাকা যাবে না। সাধারণ জনগণ যখন নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করে সংসার চালাতে হিমশিম খাচ্ছে তখন নতুন করে গ্যাসের মূল্য বৃদ্ধি মড়ার উপর খাড়ার ঘা। তারা আরও বলেন,নতুন করে জ্বালানী গ্যাসের মূল্যবৃদ্ধিতে, আবাসিক, বিদ্যুৎ, সিএনজি, শিল্পখাতসহ সকল ক্ষেত্রে জনদুর্ভোগ আরো বৃদ্ধি পাবে। নেতৃবৃন্দ বলেন,সরকার সরকারী কর্মচারিদের বেতন বাড়াচ্ছে অথচ মধ্যেম আয় ও নিম্ন আয়ের মানুষদের উপর শোষন চালাচ্ছে।

দেশের সাধারণ মানুষ ভালো অবস্থায় নেই । তারা নানা ভাবে নিষ্পেষিত হচ্ছে, বর্তমান সরকার গরীবের নয় বড়লোকের স্বার্থ রক্ষার সরকার। নেতৃবৃন্দ বলেন, একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সরকার প্রতিষ্ঠা ছাড়া জনদূর্ভোগ থেকে মুক্তি লাভ করা সম্ভব নয়।
আজ সোমবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরীর উদ্যোগে গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগরী আমির মোস্তফা বশীরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ঐক্য আন্দোলনের, জয়েন্ট সেক্রেটারী অধ্যাপক মোস্তফা তারেকুল হাসান, বিশেষ অতিথি ছিলেন, সাংগঠনিক সম্পাদক ডা সাখাওয়াত হুসাইন, আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় অফিস সম্পাদক মাওলানা আবুবকর সিদ্দিক, জাতীয় মানবাধিকার পরিষদের মহাসচিব অধ্যাপক মাওলানা আ স ম মোস্তফা কামাল, আন্দোলনের ঢাকা মহানগরী অর্থ সম্পাদক এফ এম আলী হায়দার, পল্টন থানা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শহিদুল ইসলাম, জমিয়তে তালাবায়ে আরাবিয়ার প্রধান সম্পাদক মুহাম্মদ আবদুর রহমান।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন