কোকোর শ্বশুরের কুলখানীতে খালেদা জিয়া

  24-03-2017 02:21PM

পিএনএস ডেস্ক:প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর শ্বশুর প্রকৌশলী এমএইচ হাসান রেজার কুলখানিতে অংশ নিয়েছেন খালেদা জিয়া। বৃহস্পতিবার (২৩ মার্চ) বাদ মাগরিব মরহুমের বাসার কাছে বনানীর ডিওএইচএস’র কমিউনিটি সেন্টারে মরহুমের এই কুলখানি অনুষ্ঠিত হয়।

গত ১৮ মার্চ কিডনি জটিলতায় এমএইচ হাসান রেজা গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৩ বছর। শনিবার বনানী কবরাস্থানে তাকে দাফন করা হয়।

কুলখানিতে খালেদা জিয়ার সাথে তারেক রহমানের শ্বাশুড়ি সৈয়দা ইকবাল মান্দবানু, কোকোর শ্বাশুড়ি মোখলেমা রেজা, কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি, দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান, খালেদা জিয়ার বড় বোন সেলিমা হোসেন, দুই ভাইয়ের স্ত্রী নাসরিন এস্কান্দার, কানিজ ফাতিমাসহ আত্মীয়স্বজনরা উপস্থিত ছিলেন।

এছাড়া বিকল্প ধারা’র সভাপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, সেলিমা রহমান, মোহাম্মদ শাহজাহান, আমান উল্লাহ আমানসহ কেন্দ্রীয় ও অঙ্গসংঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রয়াত হাসান রেজার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন