এখনও সমাবেশের অনুমতি পায়নি বিএনপি

  27-04-2017 12:28PM

পিএনএস ডেস্ক:মহান মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ করবে জাতীয়তাবাদী দল বিএনপি। ১ মে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের প্রস্তুতি নিচ্ছে দলটি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

খোঁজ নিয়ে জানা গেছে, সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশের জন্য ইতোমধ্যে গণপূর্ত বিভাগ থেকে অনুমতি দেয়া হয়েছে। তবে এখনও পুলিশের কাছ থেকে এই সমাবেশের অনুমতি পায়নি দলটি।

এ বিষয়ে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশের জন্য ইতোমধ্যে গণপূর্ত বিভাগ থেকে অনুমতি দেয়া হয়েছে। পুলিশের কাছ থেকে অনুমতির জন্য বৃহস্পতিবার বেলা ১১টায় ডিএমপি কমিশনারের কার্যালয়ে গিয়েছেন বিএনপি নেতারা।

চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, জয়নাল আবদিন ফারুক, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম পুলিশ কমিশনারের কার্যালয়ে গিয়েছেন বলে জানান শায়রুল কবির খান।

সুত্র: ব্রেকিংনিউজ

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন