‘জনগণের বিরুদ্ধে গিয়ে কেউ টিকে থাকতে পারেনি’

  25-05-2017 01:30AM

পিএনএস ডেস্ক: গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, দেশের ভালোমন্দ সব ব্যাপারে হিসাব নেয়ার অধিকার জনগণের আছে। সে লক্ষ্যে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।

বুধবার মনিপুরিপাড়ায় তেজগাঁও থানা গণফোরামের উদ্যোগে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

ড. কামাল হোসেন আরো বলেন, জনগণের বিরুদ্ধে গিয়ে কেউ কোনোদিন টিকে থাকতে পারেনি।

তিনি বলেন, জনগণের ঐক্যই বড় ঐক্য। জনগণকে ঐক্যবদ্ধ করতে তিনি দলের নেতাকর্মীদের সাংগঠনিক তৎপরতা আরো জোরদার করতে পরামর্শ দেন।

তেজগাঁও থানা আহ্বায়ক রেজাউল হাসানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, যুগ্মসাধারণ সম্পাদক আওম শফিক উল্লাহ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হারুনুর রশিদ তালুকদার, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, নগর নেতা মিজানুর রহমান মিজান, নূরুল হুদা চৌধুরী নিলু প্রমুখ।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন