‘রায়ের ড্রাফট লিখেছেন একটি ইংরেজি পত্রিকার সম্পাদক’

  13-08-2017 07:02PM

পিএনএস ডেস্ক : ষোড়শ সংশোধনীর রায়ের ড্রাফট (খসড়া) একটি ইংরেজি দৈনিক পত্রিকার সম্পাদক লিখে দিয়েছেন বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব শেখ ফজলে নূর তাপস।

ষোড়শ সংশোধনীর রায়ে অপ্রাসঙ্গিক ও অসাংবিধানিক বক্তব্যের প্রতিবাদে আওয়ামীপন্থি আইনজীবীদের সমাবেশে আজ রোববার একথা বলেন তিনি।

সুপ্রিম কোর্টের দক্ষিণ হলে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। শেখ ফজলে নূর তাপস বলেন, ‘আমরা জানি কারা এই ষড়যন্ত্রে জড়িত। তাদের মুখোশ উন্মোচন করা হবে। আমরা জানি রায়ের ড্রাফট কোথা থেকে এসেছে। রায়ের ড্রাফট লিখে দিয়েছেন একটি ইংরেজি দৈনিকের সম্পাদক।’

তবে তিনি সেই দৈনিক বা সম্পাদকের নাম উল্লেখ করেননি। সংগঠনের সভাপতি ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক শ ম রেজাউল করিম ও নুরুল ইসলাম সুজন এমপি প্রমুখ।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন