‌‌‘ভোটারবিহীন মন্ত্রীর কাছে সবই ভুয়া’

  16-08-2017 05:36PM

পিএনএস ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে উদ্দেশ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী বলেছেন, ‘ভুয়া সংসদের ভোটারবিহীন মন্ত্রীর কাছে সবই ভুয়া। যারা সবকিছু ভুয়া নিয়ে টিকে থাকে তারা অন্যের ভালো চায় না। তাদের সংসদ ভুয়া।’

বুধবার সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত দোয়া মাহফিলে রিজভী আহমেদ এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, ‘এই দুর্বৃত্ত সরকার যত দিন আছে, তত দিন নারীদের মাথা ন্যাড়া এবং শিশুধর্ষণ বাড়বে।’

গতকাল মঙ্গলবার জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়া ১৫ আগস্ট ভুয়া জন্মদিন পালন করে গণতন্ত্রের ধারাকে ব্যাহত করছেন। এ ভুয়া জন্মদিন পালন করে সংলাপের পরিবেশ নষ্ট হচ্ছে। তার ম্যারেজ সার্টিফিকেট ও পাসপোর্টে ১৫ আগস্ট জন্মদিন নয়।’

ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে আজ রুহুল কবির রিজভী এ বক্তব্য দেন। তিনি বলেন, ‘সরকারের লোকেরা বিএনপির অফিস ভাঙচুর করছে, আগুন লাগাচ্ছে, নেতাকর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছে, ১৫ আগস্ট যে মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটেছে এ জন্য আমরাও শোকাহত কিন্তু তাদের মধ্যেই তো সেই শোক দেখছি না।’

বিএনপির এই নেতা বলেন, ‘পানের দোকান থেকে পাঁচশ, সাইকেল মেকারের কাছ থেকে তিনশ, মুদির দোকান থেকে এক হাজার টাকা নিয়ে শোক দিবস পালন করলে জোর করে সহানুভূতি আদায় হয় না। এ ধরনের জিনিস টিকতে পারে না। হুমকি-ধমকি আক্রমণ করে নেতার প্রতি সহানুভূতি আর ‘হায় মুজিব-হায় মুজিব’ করলে, মানুষ এটাকে হাস্যকর মনে করবে।’

‘বন্যায় মানুষ ভাসছে আর মহল্লায়-মহল্লায় খিচুড়ি উৎসব চলছে’ বলেও মন্তব্য করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। তিনি আরো বলেন, ‘তারা ক্ষমতায় থাকলে দেশে আইনের শাসন থাকবে না। সংবিধানে আছে, সকল ক্ষমতার মালিক দেশের জনগণ। কিন্তু এখন দেখছি, সকল ক্ষমতার মালিক শেখ হাসিনা। তাহলে আর দেশে নির্বাচন থাকবে কেন?

‘দশ লাখ টাকা, আইন কমিশনে চাকরি আর সম্পত্তির লোভে খায়রুল হক এসব করছেন’ উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, ‘খায়রুল হক সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সমালোচনা করেছেন। শেখ হাসিনার কথা রক্ষা করেছেন, শেখ হাসিনার নির্দেশে তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদকে কলঙ্কিত করেছেন।’

দোয়া অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন