‘বিএনপির মুখের কথা আর মনের কথা এক নয়’

  22-09-2017 02:32PM


পিএনএস: বিএনপির মুখের কথা আর মনের কথা এক নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐক্য ডেকে লিভ সার্ভিস (বক্তৃতা সর্বস্ব) দিয়ে যাচ্ছে বিএনপি। শুধু সরকারের সমালোচনা করলেই কী জাতীয় ঐক্য হয়ে যায়? জাতীয় ঐক্য কী তাদের মুখে না মনে আমি জানতে চাই। আমি তো ওখান থেকে এলাম, তাদের কি এ ধৈর্য আছে? তারা যা করছে তা হলো দায়সারা। তাদের মুখের কথা আর মনের কথা এক নয়। এটা এতদিনে প্রমাণ হয়ে গেছে।’

তিনি বলেন, ‘যেখানে রোহিঙ্গাদের আশ্রয় দেয়া হচ্ছে, সেনিটেশন দেয়া হচ্ছে, মেডিকেশন দেয়া হচ্ছে, খাদ্য সরবরাহ করা হচ্ছে বাস্তবে ওই উখিয়া টেকনাফ গিয়ে পরিস্থিতি দেখে কথা বলছে না। সুতরাং আমি বলবো তারা লিভ সার্ভিস দিচ্ছে।’

বাংলাদেশের জনগণ ও বিশ্বের জনগণ বর্তমান সরকারে প্রসংশায় পঞ্চমুখ দাবি করে তিনি বলেন, ‘সারা দুনিয়া বাংলাদেশ এবং শেখ হাসিনার মানবিক ও সাহসিক ভূমিকাকে প্রসংশা করছে। ঠিক তখন বিএনপি ঢাকায় বসে বসে টেলিভিশনের ক্যামেরার সামনে লিভ সার্ভিস দিয়ে যাচ্ছে।’

বিএনপি মনের দিক থেকেও দরিদ্র বলে মন্তব্য করে তিনি বলেন, ‘ রোহিঙ্গা সমস্যা সমাধান করে বিশ্ব দরবারে জনমত গড়ে তুলে তাদের মায়ানমারে ফিরিয়ে নেয়ার চেষ্টা করা হচ্ছে। আমি মনে করি বিএনপির বাস্তবে বক্তৃতা সর্বস্ব কথা বাদ দিয়ে কার্যকরী কোনো পদক্ষেপ নেবে। যে নেতিবাচক পদ বেচে নিয়েছে তা থেকে ফিরে আসবে।’

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন