রোহিঙ্গাদের মানবিক সহায়তা নিশ্চিত করা হয়েছে: কাদের

  25-09-2017 03:19PM


পিএনএস, নাইক্ষ্যাংছড়ি: সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অতীতের সরকারগুলোর আমলে ত্রাণ নিয়ে নানা অনিয়ম ঘটেছে। গত একমাস ধরে ৪ থেকে ৫ লাখ রোহিঙ্গা নাগরিকের মধ্যে ত্রাণ তৎপরতা চলছে।

কিন্তু ত্রাণ নিয়ে কোনো অনিয়ম ও দুর্নীতির ঘটনা ঘটেনি।

আজ সোমবার ২৫ সেপ্টেম্বর নাইক্ষ্যাংছড়ি উপজেলায় তমব্রু এলাকায় বিভিন্ন রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে ঢুকে পড়া রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করার পর এখন তাদের মিয়ানমার ফেরত পাঠাতে আন্তর্জাতিক চাপ সৃষ্টির জন্যে জোর কূটনৈতিক তৎপরতা শুরু করেছে সরকার।

মতবিনিময় সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং, বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তিনি রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে ত্রাণ বিতরণ করেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন