‘জনগণের সাথে প্রতারণা করে আ.লীগকে ফের ক্ষমতায় যেতে দেয়া হবে না’

  19-11-2017 02:09PM


পিএনএস ডেস্ক: জনগণের সাথে প্রতারণা করে আওয়ামী লীগকে ফের ক্ষমতায় যেতে দেয়া হবে না মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন।

রবিবার দুপুরে বিএনপি আয়োজিত মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, ‘সংসদ ভেঙে নির্বাচন দিতে হবে। বিএনপি আগামী নির্বাচন করবে। দলের চেয়ারপারসন খালেদা জিয়া খুব শীঘ্রই নির্বাচনকালীন সহায়ক সরকারের রুপরেখা দেবেন। তখন আমরা সরকারের আচরণ দেখে প্রয়োজনে জনগণের কাছে যাবো। কারণ জনগণ তাদের অধিকার আদায়ে রাস্তায় নামবে আর আমরা বিএনপি পাশে থাকবো।’

তিনি বলেন, ‘শেখ হাসিনার অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে না যার প্রমাণ বিগত ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন এবং পরবর্তীতে স্থানীয় সরকার নির্বাচন।’

তিনি বলেন, ‘বর্তমান সংসদের ১৫৪ জন অনির্বাচিত ফলে এ সংসদ অবৈধ। এখন যে সরকার রাষ্ট্র পরিচালনায় রয়েছে তারাও অবৈধ। তাই এ অবৈধ সরকারের অধীনে আগামী নির্বাচন হতে পারে না।

স্থায়ী কমিটির এ জ্যেষ্ঠনেতা বলেন, ‘বর্তমানে দেশের সর্বক্ষেত্রে অন্যায়। রাষ্ট্রের প্রধান ৩টি স্তম্ভ বিচারবিভাগ, আইনবিভাগ ও নির্বাহী বিভাগ ধ্বংস করে দেয়া হচ্ছে। নিম্ন আদালতের মতো উচ্চ আদালতকে নিয়ন্ত্রণে নিতে সরকার উঠে পড়ে লেগেছে। উদ্দেশ্য বাকশাল প্রতিষ্ঠার মাধমে জঙ্গল আইন প্রতিষ্ঠা করা।’

নির্বাচন কমিশনের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘বিএনপি আসন্ন সিটি করপোরেশন নির্বাচন গভীরভাবে পর্যবেক্ষণ করবে। এটা নির্বাচন কমিশন ও সরকারের জন্য অগ্নিপরীক্ষা। এখনই সকল রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ডের ব্যবস্থা করুন। সরকার প্রধান ও মন্ত্রী এমপিরা হেলিকাপ্টার ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন আর আমরা ও বিএনপি নেত্রী খালেদা জিয়া প্রায় প্রতি সপ্তাহে থাকবেন আদালতের বারান্দায় তা হতে পারে না। ’


প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যর প্রতি ইঙ্গিত করে মোশাররফ বলেন, ‘যারা আজ নিজ দলের প্রতিষ্ঠাতা মাওলানা ভাসানীকে স্মরণ করে না তারা আবার জোর গলায় বলে অন্যরা ইতিহাস বিকৃতি করে। বরং যারা ইতিহাস বিকৃতি করে তারাই অন্যকে ইতিহাস বিকৃতি করার জন্য দোষারোপ করে।’

সভাপতির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘বিএনপি নির্বাচনমুখী দল। যতবার নিরপেক্ষ নির্বাচন হয়েছে ততবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। কিন্তু শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে যাবে না। কারণ শেখ হাসিনার অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না এর প্রমাণ ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন।’

কেউ যদি মনে করে থাকেন আওয়ামী লীগ আজীবন ক্ষমতায় থাকবে তাহলে সে বোকার স্বর্গে বসবাস করছেন বলেও মন্তব্য করেন বিএনপি নেতা দুদু।

শামসুজ্জামান দুদু’র সভাপতিত্বে বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য নজমুল হক নান্নু, আতাউর রহমান ঢালী, নির্বাহী কমিটির সদস্য তকদীর হোসেন জসিম, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইন, তাঁতী দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।

পিএনএন/কামাল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন