খালেদার মুক্তির দাবিতে গণস্বাক্ষর শুরু

  17-02-2018 11:49AM


পিএনএস ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ‘নিঃশর্ত মুক্তি’ দাবিতে রাজধানীসহ দেশব্যাপী দলটির গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি শুরু হয়েছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১১টায় নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচি শুরু হয়।

গণস্বাক্ষর কর্মসূচি উদ্বোধন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসময় উপস্থিত ছিলেন_ স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জেনারেল অব. মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, শওকত মাহমুদ, আহমেদ আযম খান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, আব্দুল আওয়াল মিন্টু প্রমুখ।

গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণ করতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের ঢল নেমেছে। নয়াপল্টনে কয়েক হাজার নেতাকর্মী জড়ো হয়েছেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন