জাসদের মনোনয়নপত্র বিক্রি শুরু

  10-11-2018 03:21PM

পিএনএস ডেস্ক :জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। কুষ্টিয়া ২ আসন থেকে নিজের ফরম কিনে এ কার্যক্রমের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ও দলটির সভাপতি হাসানুল হক ইনু।

শনিবার (১০ নভেম্বর) বেলা ১১টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। মনোনয়নপত্র কিনতে ভিড় করেন দলের মনোনয়নপ্রত্যাশীরা।

প্রথম দিনে সাধারণ সম্পাদক শিরিন আক্তার, কার্যকরী সদস্য রবিউল আলম, ঢাকা-১৪ আসনের জন্য নুরুল আক্তারসহ একাধিক আসনের জাসদ প্রার্থীরা নির্ধারিত ২ হাজার টাকা করে মনোনয়ন ফরম ক্রয় করেন।

এর আগে শুক্রবার (৯ নভেম্বর) গোপালগঞ্জ-৩ আসনের প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়ন ফরম বিতরণের মধ্য দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়।

এরই ধারাবাহিকতায় আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরীক দল জাসদ আজ থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন