নির্বাচনের সময় আমি ভণ্ডামী করব নাঃ শামীম ওসমান

  16-11-2018 07:37AM



পিএনএস ডেস্ক: নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, ‘ভোট দেবেন না তো দিয়েন না। ভোট না দিলে নির্বাচনে হেরে যাব। কিন্তু ৫৭ বছর বয়সে নির্বাচনের সময় আমি ভণ্ডামী ও নাটকবাজি করব না। আমি ইবাদত করে মানুষকে খুশি করে আল্লাহকে খুশি করতে চাই।’

বৃহস্পতিবার বিকালে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় নির্বাচনী গণসংযোগকালে শামীম ওসমান এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আপনারা ফল গাছ লাগালে ফল খাবেন, ফুল গাছ লাগালে ফুলের সৌন্দর্য দেখবেন কিন্তু যদি কাটাগাছ লাগান তবে কাটার খোঁচা খাবেন। পছন্দ আপনাদের। আমি সাড়ে ছয় লাখ ভোটারের কাছে যাওয়ার চেষ্টা করছি। আমি কারো কাছে ব্যক্তিগতভাবে ভোট চাইতে যাব না। ১৫ বছর যারা ক্ষমতায় ছিল, তারা যেকাজ করেছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি পাঁচ বছরে তার চেয়েও ৫০ ভাগ কাজ বেশি করেছি। কোনটি সঠিক, আর কোনটি বেঠিক- তার সিদ্ধান্ত আপনারাই নেবেন।’

শামীম ওসমান আরো বলেন, ‘আমার কাছে এমপি হওয়া কোন বড় ব্যাপার না। আগে দলের জন্য রাজনীতি করতাম, কিন্তু এখন আর সেটি করি না। ১৯৯৬ সালে এমপি হয়ে পাগলের মতো কাজ করেছি। এবার এমপি হয়েও ৭৪০০ কোটি টাকার উন্নয়ন কাজ করেছি। ডিএনডি প্রজেক্টের কাজ নিয়ে এসেছি।’

এসময় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, নাসিক ৩নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল, ৪নং ওয়ার্ড কাউন্সিলর হাসান, বিলুপ্ত সিদ্ধিরগঞ্জ পৌরসভার প্রশাসক মতিন প্রধান, নাসিক ১০নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন উপস্থিত ছিলেন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন